ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আমার জ্যোতি স্পেশাল স্কুলে ১০ লাখ টাকা অনুদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ৪ ডিসেম্বর ২০২০

‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ উদযাপন উপলক্ষ্যে গত বুধবার (২ ডিসেম্বর, ২০২০) ‘অমর জ্যোতি স্পেশাল স্কুল’ এর অধ্যক্ষ রাবেয়া ইয়াসমিন নীলা, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সাকসি হান্ডা এবং ফাইন্যান্স এক্সিলেন্স টিম লিডার বাবুল সাহা সহ কোম্পানিটির অন্যান্য কর্মকর্তারা ক্লাসরুম সেশনে অংশ নিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে কথা বলেন। 

কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। পাশাপাশি স্কুলটির নির্বাচিত তিন জন শিক্ষার্থীর এক বছরের শিক্ষাব্যয় হিসেবে প্রায় ১০ লক্ষ ৩৩ হাজার টাকার চেক হস্তান্তর করে ইউবিএল। 

‘অমর জ্যোতি স্পেশাল স্কুল’টি নিকেতন-এর একটি সহযোগি প্রতিষ্ঠান, যেখানে ইনডিভিজ্যুয়াল এডুকেশন প্রোগ্রাম (আইইপি) এবং থিমেটিক এডুকেশন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা উপযুক্ত গুণগতমানের শিক্ষা গ্রহণ করে থাকে। বাংলাদেশের প্রতিবন্ধী শিশুদের কল্যাণে কাজ করার লক্ষ্যে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান-‘নিকেতন’ এর সাথে অংশীদারিত্ব করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি