ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

‘আমার ডানা বেড়ে গেল, আরও ভালোভাবে উড়তে পারব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ১৬ আগস্ট ২০২২ | আপডেট: ১৫:৫৩, ১৬ আগস্ট ২০২২

সন্তানসহ পরীমনি

সন্তানসহ পরীমনি

সম্প্রতি মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। নাম রেখেছেন রাজ্য। এটা এখন পুরনো খবর। নতুন খবর হচ্ছে- আপাতত এই রাজ্যকে ঘিরেই দিন কাটছে অভিনেত্রীর।

জীবনের নতুন অধ্যায় শুরু হল অভিনেতা শরিফুল রাজেরও। বাবা হলেন তিনি। বেড়ে গেল দায়িত্ব। স্ত্রী এবং ছেলেকে নিয়ে দেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'বাচ্চা এবং পরী এখন সুস্থ আছে। হাসপাতালের বিশেষ কেবিনে আছে ওরা। আমি এবং আমার মা ওদের সঙ্গে থাকছি। তা ছাড়া চিকিৎসক আর কাউকে থাকার অনুমতি দিচ্ছেন না।' 

সদ্যোজাতর সুরক্ষার জন্য সব ধরনের সাবধানতা অবলম্বন করছেন দুজনেই।

সন্তানের আগমনে যারপরনাই খুশি শরিফুল রাজ। অভিনেতার বিশ্বাস, তার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ মা হবেন। তিনি জানান, সন্তানকে কাছছাড়া করছেন না পরী। সারাক্ষণ চোখে চোখে রাখছেন তাকে। ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে তার জীবন। 

রাজের কথায়, 'গত নয়-দশ মাসে ও অনেক কষ্ট করেছে সে। অনেক ধৈর্য ধরেছে। আমার শ্যুটিং, ছবির মুক্তি, সব সামলেই ওর কষ্ট ভাগ করে নিতে ছায়ার মতো পাশে আছি। পরী এখন তার নিজের মতো করে সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছে।'

দু'জনে মিলে সন্তানের নাম রেখেছেন রাজ্য। তার জন্মের পর মা-ছেলের মিষ্টি মুহূর্ত লেন্সবন্দি করেছিলেন রাজ। নবজাতককে বুকে আগলে রাখতে দেখা যায় পরীমণিকে। সেই দু'জনের প্রথম দেখা। মা হওয়ার পর রাজের সঙ্গে কী কথা হয় অভিনেত্রীর? 

পরীর স্বামী বলেন, 'হাসি মাখা মুখে ওর প্রথম কথা ছিল, 'এত দিনের জার্নি শেষ হল। আমি এখন একজন গর্বিত মা। আমার ডানা বেড়ে গেল। এখন আরও ভালোভাবে আকাশে উড়তে পারব।'

পরীর মতো রাজের কাছেও এ সব কিছুই রূপকথার মতো। আনন্দে নাকি তিন দিন ধরে ঘুমাতেই পারেননি তিনি। সারাক্ষণ ভেবে চলেছেন সন্তানের কথা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি