ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

‘আমার দোষ আমি হাসিনের স্বামী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ১২:২৪, ১৮ মার্চ ২০১৮

ভারতীয় পেসার মোহাম্মদ শামি তার স্ত্রী হাসিন জাহানকে নিয়ে বিতর্ক থামছেই না। সেই বিবাদ এখন ক্রিকেট বিশ্বের আলোচিত ইস্যু। শঙ্কার মুখে পড়েছে শামির ক্রিকেট ক্যারিয়ার। এরই মধ্যে হাসিনের অভিযোগের ভিত্তিতে শামির বিরুদ্ধে ম্যাচ পাতানোর তদন্ত শুরু করেছে বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা। নির্দোষ প্রমাণিত হলে ফের বোর্ডের চুক্তিতে ফিরতে পারবেন শামি।

বিষয়টি নিয়ে শামির স্ত্রী হাসিন বলেন, ‘কোনো অন্যায় কাজের জন্য বিসিসিআই শামিকে ছেড়ে দেবে বলে মনে করি না। বিসিসিআইয়ের কোনো টিম এসেছে কিনা জানা নেই। তবে আমাকে লালবাজারে ডাকা হয়েছিল। আমার বাবাও আমার সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে তদন্তকারী দলের কথা হয়েছে।’

উল্লেখ্য, মহম্মদ শামির বিরুদ্ধে এক পাক তরুণীর মাধ্যমে লন্ডনের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার অভি‌যোগ করেছেন হাসিন জাহান। শুধু তাই নয় ম্যাচ পাতানোর অভি‌যোগও এনেছেন হাসিন। ওই অভি‌যোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা। বৃহস্পতিবার এনিয়ে বেশ কিছুক্ষণ জেরা করা হয় শামিকে। মঙ্গলবার সেই রিপোর্ট বিসিসিআইয়ের কাছে জমা পড়বে বলে সূত্রের খবর।

এদিকে মুখ খুলে বোমা ফাটালেন মহম্মদ শামি। তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে তিনি বললেন, ‘ম্যাচ গড়াপেটা নয়, আমার একমাত্র দোষ আমি হাসিন জাহানের স্বামী।’

শামি আরও বলেন, ‘আমি দেশের জন্য মরতে রাজি। কখনও দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আর বাকি থাকে ব্যক্তিগত জীবনের সমস্যা? সেখানে আমার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্ত চাইছি।’

উল্লেখ্য, শামির বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ও ম্যাচ গড়াপেটার মতো গুরুতর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী হাসিন। গত কয়েকদিন ধরে শামি-হাসিন লড়াইয়ে উত্তাল ভারতিয় ক্রিকেট টিম। শামির বিরুদ্ধে দাদাকে দিয়ে ধর্ষণ, খুনের চেষ্টা মতো মারাত্মক অভিযোগও তুলেছেন হাসিন।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি