ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আমার প্রথম লক্ষ্য নড়াইলের উন্নয়ন : মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:৪৭, ৩ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধি বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শপথ নিয়েছেন। ক্রিকেট মাঠের এই খেলোয়াড় এখন রাজনীতির মাঠে। তাই তার প্রতি সাধারণ মানুষের আগ্রহটা একটু বেশি। শপথ নেওয়া শেষে নিজের ইচ্ছার কথা জানালেন মাশরাফি।
শপথ শেষে তিনি বলেন, ‘সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নের দিকেই বেশি নজর দেব। আমার প্রথম লক্ষ্য নড়াইলের উন্নয়ন।’
মাশরাফি বলেন, ‘এলাকাবাসী আমাকে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’
খেলা নিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট জগতটা আমার মুখস্ত একটি ক্ষেত্র। বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে যা যা করা দরকার সেদিকে সচেষ্ট হব।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যাতে বিশ্বে সেরা ক্রিকেট দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য আমি আমি চেষ্টা চালিয়ে যাব।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি