ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমার বিয়ের সাধ জন্মেছে : ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ১০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৫৫, ১০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডে বিয়ের মৌসুম চলছে। শুধু বলিউডে নয়, বিশ্বের বেশিরভাগ দেশে পড়েছে বিয়ের ধুম। তবে বলিউড তারকারা যেনো একটু এগিয়ে। এরই মধ্যে বিয়ে করেছেন অভিনেত্রী আনুশকা শর্মা। বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে তিনিও বিয়ের পর্বটা সেরে ফেলেছেন। বসে নেই টালিউডও। বিয়ে করেছেন টালিউডের অভিনেত্রী পাওলি দাম। শোনা যাচ্ছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন। এর বাইরে আরও কয়েকজন বলিউড তারকা এ মৌসুমেই বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। পিছিয়ে নেই ক্যাটরিনা কাইফও। সহকর্মীদের বিয়ের সাজে দেখে নিজেরও সাধ জেগেছে বিয়ে করার। আর বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। বিয়ের পোশাক পরারও নাকি তার খুব শখ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ বলেন, ‘সত্যি বলতে চারদিকে যে বিয়ের ধুম দেখছি, তাতে আমারও বিয়ের সাধ জন্মেছে। বিয়ের পোশাকে নিজেকে কল্পনাও করে ফেলেছি। বিয়ের পোশাক পরার খুব শখ আমার। তবে সৃষ্টিকর্তাই জানেন কবে বিয়ে লিখা আছে আমার কপালে।’

ক্যাটরিনা আরও বলেন, ‘আমার কাছে বিরাট ও আনুশকার জুটিকে এখন পর্যন্ত সেরা জুটি হিসেবে মনে হয়। তাদের জন্য অনেক শুভকামনা রইলো। এখন কার পালা সেটা দেখার অপেক্ষায় আছি।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি