ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আমিরাতের বিপক্ষে কারা নামছেন ওপেনিংয়ে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২২

ইনজুরির কারণে এশিয়া কাপে খেলতে না পারলেও টি-টোয়েন্টি দলের নিয়মিত ওপেনার লিটন দাস এখন পুরো ফিট। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ওপেনিংয়ে তার জায়গাটা তাই পাকাই বলা যায়। তবে টিম ম্যানেজমেন্ট যদি লিটনকে মিডল অর্ডারে খেলায়, সেক্ষেত্রে দেখা যাবে ভিন্ন দৃশ্য।

আপাতত ওপেনিংয়ে স্বস্তি ফেরাতে একপ্রান্তে লিটনেরই নামার কথা। তবে ডানহাতি এ ব্যাটারের সঙ্গী কে হবেন? সে বিষয়ে মুখ খোলেননি অধিনায়ক নুরুল হাসান সোহানও। মেহেদী মিরাজ, সাব্বির রহমান, নাজমুল হোসাইন শান্ত ছাড়াও দলের সঙ্গে থাকায় বিবেচনায় আছেন সৌম্য সরকারও।

ওপেনিং নিয়ে জানতে চাইলে শনিবার সোহান বলেন, ‘আসলে নির্দিষ্ট করে কারও নাম নিতে চাচ্ছি না। কালকে (রোববার) যেহেতু ম্যাচ হবে, অবশ্যই সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামার চেষ্টা করব। সামনে আমাদের নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ আছে, তাই আমরা একটা প্রসেসের মধ্যে দিয়েই যাচ্ছি। এই ম্যাচেও সেটা অনুসরণ করার চেষ্টা করব।’

বিশ্বকাপের আগে সম্ভাব্য সেরা কম্বিনেশন খুঁজে পেতে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজ এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজকেই ক্ষেত্র হিসেবে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। দলের থিঙ্ক ট্যাঙ্ক তাই কিছুটা পরীক্ষা-নিরীক্ষা চালাতেই পারে এখানে।

তেমন কিছুর ইঙ্গিত দিলেন সোহানও, ‘অবশ্যই একটা চিন্তার বিষয় থাকবে, বিশ্বকাপের সম্ভাব্য একাদশটা যেন আমরা দাঁড় করাতে পারি। তার আগে আমাদের এখানে দুইটা ম্যাচ আছে, নিউজিল্যান্ডে ম্যাচ আছে। আমাদের সেরা কম্বিনেশনটা এর মাঝেই খোঁজার চেষ্টা করা হবে। বিশ্বকাপে হয়তো একেক দিন একেক দলের সঙ্গে ম্যাচ থাকবে। এখানে আমাদের জন্য ভালো একটা সুযোগ, সম্ভাব্য সেরা ভারসাম্যটা খুঁজে বের করার।’

উল্লেখ্য, আজ রোববার আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি