ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

আমিয়েঁকে উড়িয়ে দিয়েছে পিএসজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২১ অক্টোবর ২০১৮

তারকা ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই আমিয়েঁর বিপক্ষে খেলতে নেমেছিল পিএসজি। তবুও লিগ ওয়ানে জয়রথে থাকল তারা। দুটি কর্নার কাজে লাগালেন মার্কিনিয়োস ও আদ্রিওঁ রাবিও। গোল করেছেন, ইউলিয়ান ড্রাক্সলার, কিলিয়ান এমবাপে ও মুসা দিয়াবিও। আর তাতেই দাপুটে জয় পেয়েছে টমাস টুখেলের দল।

শনিবার রাতে আঁমিয়ের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে পিএসজি। ফলে টানা ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল দলটি।

নিজেদের মাঠে খেলতে নেমে শুরুতেই দুই গোল করে খেলার প্রথমার্ধে ম্যাচ চালকের আসনে নিয়ে যায় পিএসজি। ম্যাচের ১২তম মিনিটে দি মারিয়ার কর্নারে মার্কিনিয়োসের হেড দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

কর্নার থেকেই ম্যাচের ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়ার কর্নারে আরেকটি হেডে বল জালে পাঠান ফরাসি মিডফিল্ডার রাবিও। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৮০তম মিনিটে সতীর্থের বাড়ানো নিচু ক্রসে ডাইভিং হেডে ড্রাক্সলার লক্ষ্যভেদ করেন। দুই মিনিট পর দিয়াবির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডান পায়ের নিখুঁত শটে কাছের পোস্ট দিয়ে স্কোরলাইন ৪-০ করেন এমবাপে।

ম্যাচের ৮৭তম মিনিটে আমিয়ের বড় ব্যবধানের হার নিশ্চিত হয়ে যায় দিয়াবির গোলে।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি