আমি কল দিলে তিনি কথা বলবেন, এমন কেন : কাদের
প্রকাশিত : ১৫:৩৮, ২৯ জুলাই ২০১৮
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো শর্ত মেনে আগামী নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে কারো সঙ্গে সংলাপের সুযোগ নেই। বিএনপির সঙ্গে ফোনে সম্ভাব্য সংলাপ বিষয়ে তিনি বলেন, বিএনপির সঙ্গে টেলিফোনে কথা হবে ঠিক আছে। কিন্তু শর্ত কেন? সৈয়দপুর বিমানবন্দরে মির্জা ফখরুলের সঙ্গে আলাপচারিতা প্রসঙ্গে তিনি বলেন, সৈয়দপুরে তো আমি নিজে থেকেই দেখা করলাম। আমি কল দিলে তিনি কথা বলবেন, এমন কেন? এভাবে আচরণ করলে দ্বার বন্ধ হবে।
রোববার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
টেলিফোনে সংলাপের ওপর জোর দিয়ে ওবায়দুল কাদের বলেন, টেলিফোনে যোগাযোগ করা হলে কঠিন সম্পর্কেরও বরফ গলে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিটি করপোরেশন নির্বাচন ভালো হবে। কিন্তু বিএনপি যদি না জেতে তাহলে ভালো হবে না। আমি জানি না এই সংস্কৃতি থেকে তারা কবে বেরিয়ে আসবে।
জিতলে ভালো আর না জিতলে নির্বাচন ভালো নয়- এই সংস্কৃতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে বলেও মনে করেন ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, দুদিন আগে রাজধানীতে এক অনুষ্ঠানে নির্বাচন সামনে রেখে সংলাপের বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানান ওবায়দুল কাদের। জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, যেকোনো সময় সংলাপে সাড়া দিবে বিএনপি। আওয়ামী লীগ কল করলে বিএনপি সাড়া দেবে।
/ এআর /
আরও পড়ুন