ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘আমি কি এআইকে বিশ্বাস করতে পারি?’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ২০ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:১৬, ২০ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর এসিআই লিমিটেডের সম্মেলন কক্ষে গতকাল রোববার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘শুড আই ট্রাস্ট এআই’ শীর্ষক এই ইন্টারএকটিভ আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ডিজিটাল রেডিনেস এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেমস লি. (ডি-রেডি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. আলমগীর হোসেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠদান করা সাবেক এই অধ্যাপক মূল আলোচনায় এআই এর সঠিক এবং দায়িত্বশীল ব্যবহারের গুরুত্ব সবার সামনে তুলে ধরেন। 

তিনি এই সময় তাদের তৈরিকৃত এআই টুল; রাইডট (RaiDOT), রেসপনসিবল এআই, ইনসাইটফুল ডাটা, অপারেশনাল ট্রাস্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। 

তিনি বলেন, এআই এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার ফলে যেকোন পণ্যের উৎপাদন, গুনগতমান আশাতীতভাবে বৃদ্ধি করা সম্ভব। অন্যদিকে এআই এর অপব্যবহারের ফলে, বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে এসিআই সহ তিনটি প্রতিষ্ঠান ‘রাইডট’ ব্যবহারের ফলে তাদের কোম্পানীর কার্যক্রমে কি ধরনের ইতিবাচক পরিবর্তন সক্ষম হয়েছে তা অংশগ্রহনকারীদের সামনে তুলে ধরেন।

অধ্যাপক ড. আলমগীর হোসেন জানান, ইতোমধ্যে আমরা কুমিল্লার চান্দিনায় দেশের প্রথম ‘এআই পাওয়ার্ড ভিলেজ’ (কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গ্রাম) এর কার্যক্রম শুরু করেছি। ধীরে ধীরে আমরা এআইভিত্তিক আরও কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করবো।

/আআ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি