ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমি খুব এনজয় করেছি: ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:৪৭, ৫ জুলাই ২০১৭

ছবি: ক্যাটরিনা কাইফ

ছবি: ক্যাটরিনা কাইফ

Ekushey Television Ltd.

আগামী ১৪ জুলাই মুক্তি পেতে যাওয়া ‘জগ্গা জসুস’- ছবিতে রণবীর কাপুর বিপরীত অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। ব্যক্তিগত সম্পর্কে ব্রেকআপের পর এটাই রণবীর-ক্যাটরিনার প্রথম ছবি।

এ ছবির অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ক্যাটরিনা ‘হিন্দুস্তান টাইমস’কে জানান, ‘‘ছবি তৈরির গোটা পদ্ধতিটা আমরা সকলে খুব এনজয় করেছি। প্রতিদিন সেটে একসঙ্গে হলে আমরা সকলেই এটা জানতাম, আজ আবার নতুন কিছু করব।’’

ইন্ডাস্ট্রি সূত্রে জানান গেছে, দুই তারকাই চরম পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন। এরই মধ্যে ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলার লঞ্চে রণবীর জানান, বক্স অফিসে সাফল্য আসবে কিনা তাঁর জানা নেই। তবে ‘জগ্গা জসুস’ একটা ভাল ছবি, এ বিষয়ে তিনি নিশ্চিত। এখানে কথা বলতে গিয়ে তোতলামিটাই তাঁর ইউএসপি।

তাঁদের সেই ভালো লাগাটা দর্শকরাও উপভোগ করতে পারবেন বলে আশা করছেন কলাকুশলীরা। সব কিছু ঠিক থাকলে ‘জগ্গা জসুস’ মুক্তি পাবে আগামী ১৪ জুলাই।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি