ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আমি তাদের চেয়েও বড় মুক্তিযোদ্ধা : তসলিমা নাসরিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ১১ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:১৯, ১১ জুলাই ২০১৮

ভারতে নির্বাসিত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ভুয়া মুক্তিযোদ্ধাদের সমালোচনা করেছেন। সেই সঙ্গে নিজেকে একজন বড় মুক্তিযোদ্ধা বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার তার ভেরিফাইড পেজে তসলিমা লেখেন-

মোটেও যারা মুক্তিযোদ্ধা ছিল না একাত্তরে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে যাদের কখনও দেখা হয়নি, তাদের অনেকেই নাকি নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করে। আমি তো তা হলে তাদের চেয়েও বড় মুক্তিযোদ্ধা।’

মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন- বয়স ছিল বছর। দাপুনিয়ার একটি বাড়ির মাটির মেঝেতে খড় পেতে ঘুমোতাম। খড়ের তলায় থাকত মুক্তিযোদ্ধাদের রাইফেল। রাইফেলগুলো আমরা লুকিয়ে রাখতাম। কাউকে বলতাম না রাইফেলের কথা। বাড়িটা আমার মামার বন্ধুর বাড়ি ছিল। আমরা যুদ্ধের সময় ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমার মামা তখন যুদ্ধ করছে। মামার বন্ধুও। ওই বাড়িতে গভীর রাতে যখন মুক্তিযোদ্ধারা খেতে আসত, বাড়ির লোকেরা তাদের খাবার দিত। আমিও দৌড়ে দৌড়ে ডালের বাটি ভাতের থালা রান্নাঘর থেকে নিঃশব্দে নিয়ে আসতাম। ওরা কুপির আবছা আলোয় দ্রুত খেয়ে উঠত। বিস্মিত আর মুগ্ধ চোখে ওদের দিকে তাকিয়ে থাকতাম। ওরা যে গভীর রাতে আসত, কথাও আমরা কাউকে বলতাম না।’

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি