ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আমি বিরাটকে ভালোবাসি: মানুষী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৩, ২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:১৩, ২ ডিসেম্বর ২০১৭

ভারতের জনপ্রিয় ক্রিকেট তারকা বিরাট কোহলির প্রেমে পড়েছেন বিশ্বসুন্দরীর মুকুট জয়ী মানুষী চিল্লার। চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাওয়ার কথা বিরাটের। পাত্রী বলিউড তারকা আনুশকা শর্মা। এর মধ্যেই সদ্য ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী মানুষী বলে বসলেন, ‘আমি বিরাট কোহলিকে ভালোবাসি।’

এবার কী করবেন ভারতীয় ক্রিকেট দলের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ বিরাট? আনুশকাকে বিয়ের সিদ্ধান্তের ব্যাপারে নতুন করে আরেকবার ভাববেন? আর এ কথা শোনার পর আনুশকা শর্মার প্রতিক্রিয়া কী? তিনি কি ছুটে আসছেন মানুষীর মুখোমুখি হওয়ার জন্য?

বৃহস্পতিবার সিএনএন ও নিউজ এইটিন আয়োজিত ‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার ২০১৭’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসেছিলেন বিরাট কোহলি আর মানুষী ছিল্লার। অনুষ্ঠানে সংবাদমাধ্যমের কাছে মানুষী তার ব্যক্তিগত কিছু কথা তুলে ধরেন। বিরাটকে ভালোবাসা আর ভালো লাগার কারণ ব্যাখ্যা করে মানুষী বলেন, ক্রিকেটার হিসেবে বিরাট খুবই সফল। তাঁর খেলা দেখে সব সময় মুগ্ধ হন তিনি। গত কয়েক বছরে বিরাট একর পর এক রেকর্ড নিজের ঝুলিতে ভরেছেন।    

তবে বিরাট এটি নিশ্চিত করেছেন, তিনি আনুশকার প্রেমেই হাবুডুবু খাচ্ছেন। সামনেই তাঁরা বিয়ে করছেন। দুজনই কাজ থেকে কিছুদিনের জন্য ছুটি নিচ্ছেন।

অনেকের মতে, বিরাট কোহলি ও মানুষী ছিল্লার দুজনই এখন ভারতকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে তুলে ধরেছেন। তাঁরা দু’জন এখন ভারতের শুভেচ্ছাদূত।

 

এসি/টিকে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি