আমেরিকার সাঁতারু নাতালি কোগলিনের জন্মদিন আজ
প্রকাশিত : ১৭:১৭, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:১৭, ২৩ আগস্ট ২০১৬
নাতালি কোগলিন আমেরিকার পেশাদার সাঁতারু। ১২ বারের অলিম্পিক পদক জয়ী সাঁতারু। ১০০মিটার বেকস্টোকে নাতালি প্রথম সাতারু হিসেবে এক মিনিটের কম সময় নেন। ২০০৮ সালে আমেরিকার হয়ে প্রথম সাঁত্ধাসঢ়;রু হিরেসবে এক অলিম্পিকে ৬টি পদক জেতেন।
পুরো নাম নাতালি কোগলিন হল। যুক্ধসঢ়;রাষ্ট্রের পেশাদার এ সাতারু ১৯৮২ সালের ২ শে আগস্ট আমেরিকার ক্যালির্ফোনিয়ার একটি গ্রামে জন্ম গ্রহণ করেন।
মাত্র ১০ মাস বয়সে সাঁতারে প্রশিক্ষন শুরু করেন নাতালি। ১৯৯৮ সালে হাই স্কুলে পড়ার সময় প্রথম সাঁতারু হিসেবে জাতীয় সাঁতাওে ও ১৪টি ইভেন্টের মধ্যে সবকয়টিতেই খেলঅর যোগ্যতা অর্জন করেন নাতালি। এবং ১০০ ও ২০০ মিটাওে নতুন রেকর্ড গড়েন।
২০০৪ সালে অ্যাথেন্স অলিম্পিকে ১০০মিটার বেকস্টোক ও ৮০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জেতেন নাতালি। এরপর ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ১০০ মিটার ব্যাকস্টোকে স্বর্ণ জেতেন ৫ফিট ৮ইঞ্চি লম্বা এ সাঁতারু।
বিশ্ব চ্যাম্পিয়নশীপে ২০০১ সালে ১০০ ও ৮০০ মিটার সাঁতারে স্বর্ণ জেতেন নাতালি। এরপর ২০০৩, ২০০৫, ২০০৭, ২০১১ ও ২০১৩ সালে বিশ।ব চ্যাম্পিয়নশীপের ৮০০ মিটার সাঁতারের স্বর্ণও রাখের নিজের দখরে। মাঝে ২০০৭ ও ২০১০ সালে ১০০ মিটার ব্যাকস্টোকেও স্বর্ণ জেতেন তিনি। এছাড়া ২০১৪ সালে ২০০ মিটার মিক্সড ফ্রি সাঁতারের স্বর্ণও ঘরে তুলেন নাতালি।
প্যানপ্যাসেফিক চ্যাম্পিয়নশীপে ২০০২ সালে ১০০ মিটার বাটার ফ্লাই, ব্যাকস্টোক ও ফ্রিস্টাইলে এবং ৮০০ মিটারে স্বর্ণ জেতেন নাতালি। ২০০৬ সালে ১০০, ৪০০ ও ৮০০ মিটার ফ্রিস্টাইল ও ৪০০ মিটার মিডলে স্বর্ণ জেতেন এ আমেরিকান তারকা। ২০১০ সালে ১০০ ও ৪০০ মিটার ফ্যিস্টাইলে এবং ৪০০ মিটার মিডলে স্বর্ণ জেতেন নাতালি।
২০১৫ সালে টরেনটোতে ৪০০ মিটার মিডলে স্বর্ণ জেতেন নাতালি। ক্যারিয়াওে এখ নপর্যন্ত ২৫টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ পদক জিতেজেন নাতালি কোগলিন।
আরও পড়ুন