ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আরএসএসের অনুষ্ঠানে যাচ্ছেন প্রণব, কংগ্রেসে অসন্তোষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ৩১ মে ২০১৮ | আপডেট: ১৬:৫২, ৩১ মে ২০১৮

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কংগ্রেস বিরোধী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এমন খবরে কংগ্রেসে অসন্তুষ দেখা দিয়েছে। প্রণবের আরএসএস ঘনিষ্ঠতা নিয়ে খোদ প্রশ্ন দেখা দিয়েছে কংগ্রেস শিবিরে।

আরএসএসের ‘তৃতীয় বর্ষ ভার্গা’ অনুষ্ঠানে জাতীয়তাবাদ বিষয়ে বক্তৃতা রাখবেন প্রণব। বাছাই করা আরএসএস কর্মীদের প্রশিক্ষণ দিতে এই বিশেষ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন মোট ৬০০ আরএসএস কর্মী।

সম্প্রতি প্রণবের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকা সাবেক রেলমন্ত্রী ও কংগ্রেস নেতা সিকে জাফের শেরিফ বলেন, ‘আমি বুঝতেই পারছি না, কেন তিনি (প্রণব) আরএসএসের সম্মেলনে যোগ দিচ্ছেন। ভারতীয় রাজনীতির দীর্ঘকালের ‘চাণক্য’ প্রণবের আরএসএস-ঘনিষ্ঠতাকে কিছুতেই অরাজনৈতিক চোখে দেখতে পারছেন না রাজনৈতিক নেতারা।

ইতোমধ্যে প্রণব আরএসএসসহ আরও কয়েকটি দলকে সঙ্গে নিয়ে বিকল্প দল গড়ছেন বলে খবর চাউর হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণে এমন বিকল্প পথে হাঁটছেন তিনি। এ বিষয় নিয়েও রাজনীতির মঞ্চে চলছে জোর আলোচনা-সমালোচনা।

সূত্র: এনডিটিভি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি