ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আরও তিন জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৫, ২১ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

বগুড়া, ঠাকুরগাঁও ও ঝিনাইদহের বিভিন্ন আদালতে ২০০ জন বিভিন্ন পর্যায়ের সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এদের মধ্যে বগুড়ায় ১০৭ জন, ঠাকুরগাঁওয়ে ২১ জন এবং ৭২ জনকে ঝিনাইদহের আদালতে নিয়োগ দেয়া হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত তিনটি নিয়োগাদেশ রোববার রাতে জারি করা হয়।

আইনানুযায়ী তাদেরকে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে বলে আদেশে জানানো হয়েছে।

উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এ নিয়োগের আদেশে, তিন জেলার জেলা ও দায়রা জজ আদালত এবং তার অধীন আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতে আগের নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়।

এর আগে ঢাকার বিভিন্ন আদালতে সাড়ে ছয়শোর বেশি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি