ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ১১ নভেম্বর ২০২৪

আরও ১১৮ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। তাদের মধ্যে পত্রিকার সম্পাদক ও বিভিন্ন পত্রিকার প্রতিবেদক রয়েছেন। এ নিয়ে ১৬৭ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করলো অন্তর্বর্তী সরকার|

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামূল কবীর। 

এতে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে এসব সাংবাদিক ও ব্যক্তিদের অনুকূলে তথ্য অধিদপ্তর থেকে এর আগে ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো।

এদের মধ্যে উল্লেখ্যরা হলেন- চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, গাজী টিভির হেড অব নিউজ ইকবাল করিম নিশান, বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, দৈনিক জনকণ্টের ডেপুটি এডিটর ওবায়দুর কবীর মোল্লা, দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা, দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শ্যামল সরকার, ইউএনবি’র উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন, বাংলাদেশ জার্নাল সম্পাদক শাহজাহান সরদার।

এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। পরে ৩ নভেম্বর আরও ২৯ জনের কার্ড বাতিল করে সরকার।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি