ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

আরও ৫০ হাজার টন গম কিনবে সরকার

প্রকাশিত : ০৮:৩১, ২৫ এপ্রিল ২০১৯

সরকার আন্তর্জাতিক বাজার থেকে আরও ৫০ হাজার টন গম আমদানি করবে। এজন্য ব্যয় হবে ১১২ কোটি ৫৫ লাখ টাকা।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে ক্রয় কমিটির বৈঠকে এ-সংক্রান্ত দর প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে আরও তিন প্রকল্পের দর প্রস্তাব অনুমোদন করা হয়। এর আগে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সাংবাদিকদের এসব তথ্য জানান।

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চলতি অর্থবছরে প্যাকেজ-১১-এর আওতায় ৫০ হাজার টন গম আমদানি করা হবে। প্রতি টন ২৬৭ দশমিক ৯৮ মার্কিন ডলার হারে এ গম সরবরাহের কাজ পেয়েছে কর্প ইন্টারন্যাশনাল।

এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) কিনবে সরকার। এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনা হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি