
সংযুক্ত আরব আমিরাতের আজমান নগরীর একটি আবাসিক কমপ্লেক্সের দুইটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরণের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় সোমবার রাতে আগুন লাগার পর ভবন দুটির সব বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়। এ সময় ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়ে। রাতবর আগুন নিয়ন্ত্রণে কাজ করে দমকল কর্মীরা। আগুনে একটি টাওয়ার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবাসিক কমপ্লেক্সটিতে ১২টি বহুতল ভবনে তিন হাজার অ্যাপার্টমেন্ট আছে। এক বছরে আরব আমিরাতে সুউচ্চ ভবনে আগুন লাগার এটি তৃতীয় ঘটনা। এ বছরের শুরুতে দুবাইয়ের ৬৩ তলা হোটেলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।