ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

আরিয়ানের হোয়াটসঅ্যাপ বার্তায় মিলল চাঞ্চল্যকর তথ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ১৪ অক্টোবর ২০২১

আরিয়ানের বিরুদ্ধে এবার আরো গুরতর অভিযোগ আনলো এনসিভি। তার হোয়াটসঅ্যাপ বার্তায় নাকি আন্তর্জাতিক নিষিদ্ধ মাদকচক্রের সঙ্গে সম্পৃক্ততার আলামত পাওয়া গেছে।

বৃহস্পতিবার মুম্বাইয়ের এক আদালতে এমনটাই দাবি করলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আরিয়ান নিষিদ্ধ মাদক কিনে তা অন্যের কাছে বিক্রি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো বলে জানায় তারা। 

এনসিবি-র যুক্তি, আরিয়ানের হোয়াটসঅ্যাপ বার্তা তদন্ত করে জানা যায়, তিনি আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তার কাছ থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করতেন। 

সংস্থাটি আরো জানায়, আরিয়ানের সঙ্গে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা একে অপরের সঙ্গে যুক্ত। অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্টের কাছ থেকেও আরিয়ান প্রায়ই মাদক কিনতেন।

যদিও আরিয়ানের আইনজীবী বুধবার আদালতে বলেন, ‘‘আরিয়ান সেই প্রমোদতরীতে উপস্থিত ছিলেন না। তার কাছে মাদক কেনার জন্য নগদ টাকাও ছিল না।’’

যদিও ৩ অক্টোবর আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা হয়, তার কাছ থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লক্ষ তেত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 
সূত্র : আনন্দবাজার পত্রিকা
এমএম/ এসএ/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি