ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আরেক টেন্ডুলকার হতে শচীনের পরামর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ৪ মে ২০১৮

প্যাডজোড়া তুলে রেখেছেন কয়েক বছর আগে। ক্রিকেটভক্তদের কৌতূহল টেন্ডুলকার লেখা আরও একজনকে কবে দেখতে পাওয়া যাবে ক্রিকেট-মাঠে! তা নিয়ে জল্পনা চলছে ক্রিকেটমহলে। নিজেকে এখন তৈরি করার কাজে ব্যস্ত সচিন-পুত্র। এর মধ্যেই পুত্র অর্জুনের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করে বসলেন শচীন। শচীনর এহেন মন্তব্য শুনে ক্রিকেটপ্রেমীদের মাথা শ্রদ্ধায় অবনত হতেই পারে। তাঁদেরকে নিয়ে যেতে পারে শচীনর ফেলে আসা দিনে। যেভাবে তিনি গোটা বিশ্ব হাতের মুঠোয় নিয়ে ফেলেছিলেন, ঠিক সেভাবেই ছেলেকে এগনোর পরামর্শ দিচ্ছেন বিখ্যাত এই মুম্বইকর।

পরের আইপিএলেই কি সচিন-পুত্র! জানুন কোন কঠিন তপস্যায় মগ্ন অর্জুন
অজুর্নের মতো বয়সে সচিন ক্রিকেট সাধনায় মগ্ন থাকতেন। তাঁর শয়নে, স্বপনে, জাগরণে ছিল ক্রিকেট আর ক্রিকেট। পরিশ্রমের যে কোনও বিকল্প হয় না তা জানেন ক্রিকেট-ঈশ্বর। নিজে ক্রিকেট-সাধনায় ডুবেছিলেন বলেই পুত্র অর্জুনের জন্যও একই পরামর্শ ‘মাস্টার ব্লাস্টার’-এর। নামের পিছনে না ছুটে ছেলেকে পরিশ্রম করার মন্ত্র দিচ্ছেন বিখ্যাত বাবা। ক্রিকেটের পিছনে ঘাম ঝরালে তবেই সাফল্য এসে ধরা দেবে অর্জুনের কাছে। একথাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’।

সচিন নিজেও কাউকে নকল করতেন না। গুরু রমাকান্ত আচরেকরের কথা মন দিয়ে শুনতেন। তিনি যা বলতেন তা অক্ষরে অক্ষরে মনে চলার চেষ্টা করতেন। ক্রিকেট সাধনার জিনিস। সেই সাধনাই নিরন্তর করে যেতেন সচিন। নিজে যেভাবে বড় হয়েছেন, সেই রাস্তাতেই এগোক ছেলে, এমনটাই চাইছেন ‘মাস্টার ব্লাস্টার’। সাফল্যের যে কোনও শর্ট কাট হয় না। পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রমই একমাত্র মূলমন্ত্র।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি