ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আর্জেন্টাইন নয়া তুরুপের তাস পাভন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ৩১ মে ২০১৮ | আপডেট: ১১:৪৪, ১৩ জুন ২০১৮

হিগুয়াইনের বদলে আর্জেন্টিনা দলের তুরুপের তাস হতে পারেন খ্রিস্টিয়ান পাভন। দীর্ঘদিন ধরেই লিওনেল মেসির সঙ্গে সমন্বয় করে খেলতে পারেন, এমন একজনের সন্ধান করছিলেন কোচ সাম্পাওলি। অবশেষে হয়তো সেই তৃষ্ণা মিটতে যাচ্ছে।

হাইতির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মেসির সঙ্গে দারুণ খেলেছেন পাভন। কি গতিতে কি পাসে সর্বত্রই মন জয় করতে পেরেছেন পাভন। অন্যদিকে বার বার বড় টুর্নামেন্টে ব্যর্থ হিগুয়াইনকে নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। এদিকে হাইতির বিপক্ষে ডি মারিয়ার পারফরমেন্সও ছিল পড়তির দিকে। তবে আশার কথা হলো মধ্যমাঠে ওইদিন দাপিয়ে বেড়িয়েছেন লানজিনি।

এদিকে চোটফেরত অ্যাগুয়েরোও খেলছেন চমৎকার। গত বিশ্বকাপের মতো এবারও চোট তাড়া করেছে আর্জেন্টাইন শিবিরে। তবে চোটমুক্ত হয়ে খেলতে পারলে অ্যাগুয়েরো হবেন আরেক তুরুপের তাস। সব মিলিয়ে মেসি কেন্দ্রিক দল সাজাতে হলে অ্যাগুয়েরো ও পাভনের দুজনকেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানোর পরিকল্পনা হাতে নিয়েছেন সাম্পাওলি।

পাভন খেলেন আর্জেন্টাইন ঘরোয়া লিগ বুকা জুনিয়র্সের হয়ে। এবারের আসরে দারুণ পারফরম্যান্স করেছে বুকা জুনিয়র্স স্ট্রাইকার পাভন।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি