ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্জেন্টিনার ফুটবলার জারাতের জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:৫৬, ১৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:০০, ১৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

মাউরো জারাত রিগা আর্জেন্টিনার পেশাদার ফুটবলার। বর্তমানে খেলছেন ফিওরেন্টিনা ক্লাবে। ১৯৮৭ সালে আজকের এই দিনে আর্জেন্টিনার হায়েদো শহরে জন্মগ্রহন করেন তিনি। মাউরো জারাত রিগার ২৯তম জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। birthdদর্শক ও সহকর্মীদের কাছে জারাত নামেই পরিচিত এই এটাকিং মিডফিল্ডার। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিলো তাঁর। আর স্কুল জীবনেই ভেলেজ সারাসফিল্ড ক্লাবের হয়ে যুব ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে মাঠে নামেন বয়সভিত্তিক দলে। ভেলেজ সারাসফিল্ড ক্লাবের হয়ে খেলেন ২০০৭ সাল পর্যন্ত। এই ক্লাবের জার্সি গায়ে ৯৯টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ২৮টি। ২০০৭ সালে যোগদেন আল-সাদ্দ ক্লাবে। আর এই ক্লাবের হয়ে ২০০৮ সালে ধারে খেলেন ব্রার্মিংহাম সিটি ও লাজিও ক্লাবে। ২০০৯ সালে বেশি পাশ্রমিকে নতুন করে যোগদেন লাজিও ক্লাবে। লাজিও ক্লাবের হয়ে ২০১৩ সাল পর্যন্ত ম্যাচ খেলেন ৬৮টি। এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন  ইন্টার মিলান ক্লাবে। ২০১৩ সালে নতুন করে এক মৌসুমের  জন্য যোগদেন পুরনো ক্লাব ভেলেজ সারাসফিল্ড ক্লাবে। ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলেন ওয়েস্ট হাম ইউনাইটেড ক্লাবে। আর এই ক্লাবের হয়ে ২০১৫ সালে ধারে খেলেন কুইনস পার্ক রেনজার্স ক্লাবে। ২০১৬ সাল থেকে খেলে যাচ্ছেন ফিওরেন্টিনা ক্লাবের হয়ে। জারাতের পথ চলা শুধু ক্লাব নয় খেলেছেন জাতীয় পর্যায়েও। খেলেন আর্জেন্টিনা অনুধ্ব-২০ দলে। ২০০৭ সালে ফিফা অনুর্ধ্ব-২০ দলের ফাইনালে চ্যাম্পিয়ন হয় তাঁর দল। আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে খেলার প্রত্যাশায় প্রহর গুনছেন এই কুশলী ফুটবলার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি