ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

আর্জেন্টিনার ফুটবলার তেভেজের জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:২৩, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:২৩, ৫ ফেব্রুয়ারি ২০১৬

কার্লোস মার্টিনেজ তেভেজ আর্জেন্টিনার পেশাদার ফুটবলার। বর্তমানে খেলছেন বোকা জুনিয়রস ক্লাবে ফরোয়ার্ড ভাগে। তেভেজের জন্ম ১৯৮৪ সালের ৫ই ফেব্রুয়ারী আর্জেন্টিনার বুয়েনোস শহরে। দর্শক চলুন আজ কার্লোজ তেভেজের ৩২তম জন্মদিনে জেনে নেই তাঁর ফুটবল ক্যারিয়েরর উল্লেখযোগ্য কিছু দিক। tavejকার্লোস মার্টিনেজ তেভেজ। সবার কাছে খ্যাতি পেয়েছেন তেভেজ নামে। ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি বেপক আগ্রহ ছিল তাঁর। সপ্ন পূরনের লক্ষ্যে মাত্র আট বছর বয়সেই যোগ দেন অল বয়েস ক্লাবে। আর এই ক্লাবের হয়ে খেলেন ১৯৯৬ সাল পর্যন্ত। এরপর ১৯৯৭ সালে মাঠে নামেন বোকা জুনিয়রস ক্লাবের জার্সি গায়ে। খেলেন ২০০১ সাল পর্যন্ত। যুব ক্যারিয়ারে বোকা জুনিয়রস ক্লাবে খেলার সময় ম্যানেজারের নজর কাড়লে ডাক পেয়েছেন বয়সভিত্তিক দলেও। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত খেলেন ৭৫টি ম্যাচ। এই ক্লাবে তিন মৌসুম  খেলে গোল পেয়েছেন ২৬টি। তেভেজ ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। খেলেন ওয়স্ট হাম উইনাইটেড, ম্যানচেস্টার উইনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস ক্লাবে। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেন ম্যানচেস্টার সিটি ক্লাবে। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ১১৩টি ম্যাচ খেলে গোল করেছেন ৫৮টি। ২০১৫ সালে থেকে খেলে যাচ্ছেন বোকা জুনিয়রস ক্লাবের হয়ে। তেভেজ শুধু ক্লাব নয় জাতীয় পর্যায়েও পথ চলা ছিলো এই আর্জেন্টাইন তারকার। খেলেন আর্জেন্টিনা অনুর্ধ্ব-১৭ ও ২৩ দলে। আর ২০০৪ সাল থেকে এখনো খেলছেন আর্জেন্টিনার জাতীয় দলে। তেভেজ জাতীয় দলের জার্সিতে ৭৬টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ১৩টি।
Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি