ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াই আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ৫ অক্টোবর ২০১৭

বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে আগামীকাল ভোরে পেরুর বিরুদ্ধে মাঠে নামছে স্বাগতিক আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি দেখাবে সনি টেন চ্যানেল।

আগামী বছর অনুষ্ঠিতব্য রাশিয়া বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে পেরুর বিপক্ষে জয়ের বিকল্প নেই লিওনেল মেসিদের। বাছাইপর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে খর্ব শক্তির ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেই মূলত বিশ্বকাপের হিসেব অনেকটাই কঠিন করে দিয়েছে মেসিরা। পেরুর বিপক্ষে ম্যাচের পর বাছাইপর্বে আর একটি মাত্র ম্যাচ বাকি থাকবে তাদের।

১৬ ম্যাচে শেষে দুদলের পয়েন্ট ২৪ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পেরু চারে ও আর্জেন্টিনা রয়েছে পাঁচে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। পাঁচ নম্বরে থাকা দলটি প্লে অফ খেলতে হবে নিউজিল্যান্ডের সাথে। সেক্ষেত্রে আর্জেন্টিনা যদি পাঁচেরও নিচে নিমে যায় তাহলে বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনাই থাকবেনা মেসি-দিবালাদের। পেরুর বিরুদ্ধে ম্যাচটি তাই আর্জেন্টিনার বাঁচা মরার লড়াই।

এদিকে নেইমারের ব্রাজিলের চিত্রটা একেবারে আলাদা। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল অনেক আগেই নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্ব। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়। ম্যাচটি সরাসরি দেখাবে সনি টেন টু।

/এমআর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি