আর্জেন্টিনার ব্যর্থতায় ট্রলের শিকার মেসিপত্নী
প্রকাশিত : ১৬:৫০, ২৩ জুন ২০১৮
গত বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় আর্জেন্টিনা। ৩-০ গোলের ওই পরাজয়ে একপ্রকার অনিশ্চিত হয়ে পরে আর্জেন্টিনার দ্বিতীয় রাউণ্ডে ওঠার সম্ভাবনা। কিন্তু আর্জেন্টিনার ব্যর্থতার দায়ভার যেন পরে একা মেসির স্ত্রী’র ওপর। ইন্টারনেট জগতে ট্রল হয়রানির শিকার হন অ্যান্টোনিলা রকুজু।
চলতি রাশিয়া বিশ্বকাপে মেসিকে আর্জেন্টিনা থেকেই উৎসাহ যুগিয়ে যাচ্ছেন তার স্ত্রী অ্যান্টোনিলা রকুজু। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে মেসিদের উৎসাহ দিতে নিজেদের তিনমাস বয়সী ছেলের ছবিসহ একটি বার্তা পোস্ট করেন ইন্সটাগ্রামে। সেই বার্তায় লেখা ছিল ‘#ভ্যামোসপাপি” যার অর্থ “এগিয়ে যাওয়া বাবা”।
কিন্তু ম্যাচে ক্রোয়েশিয়ার প্রথম গোলের পর থেকেই উত্তেজিত আর্জেন্টিনা সমর্থকদের ক্ষোভ উগড়ে পর অ্যান্টোনিলার দিকে। একের পর এক ট্রলের শিকার হতে থাকেন তিনি।
এক সমর্থক ঐ পোস্টের নিচে মন্তব্যে লেখেন, “বাবা ব্যর্থ”। আরেকজন লেখেন, “আর্জেন্টিনা যখন নক আউট পর্বের বাদ পরবে, দল ‘বাবা’ বাসায় চলে আসবে। আরেক দর্শক নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শেষ ম্যাচকে উদ্দেশ্য করে লেখেন, “আমি আশা করি আপনি মেসিকে বলবেন যেন নাইজেরিয়ার বিপক্ষে তারা ভালো খেলে”।
তবে একপক্ষ ট্রল করলেও বেশিরভাগ সমর্থকদের পাশে পেয়েছেন অ্যান্টোনিলা। অনেকেই এসব মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
সূত্রঃ এনডিটিভি
//এস এইচ এস//