ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

‘আর্মি অব ইসলাম’ আতঙ্কে ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ৩০ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:৪২, ৩০ মার্চ ২০১৮

মুসলিম বিশ্বকে ইসরায়েলিসহ পশ্চিমা বিশ্বের কব্জা থেকে রক্ষা করতে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) ৫৭টি মুসলিম দেশের সেনাবাহিনীর সমন্বয়ে নিয়ে বিশাল সামরিক বাহিনী গঠনের পরিকল্পনা করছে তুরস্ক। আর্মি অব ইসলাম নামের সেনাবাহিনী গঠনের ওই পরিকল্পনা ফাঁস হওয়ার পরই ইসরায়েলসহ পশ্চিমা বিশ্বের দুঃশ্চিন্তা বেড়ে গেছে আরও কয়েকগুণ।

এরদোগানের প্রস্তাবে বলা হয়েছে, ৫২ লাখের বেশি সদস্য নিয়ে গঠিত এ সেনাবাহিনী ‘আর্মি অব ইসলাম’ নামে পরিচিত হবে। ইতোমধ্যেই এ সেনাবাহিনী গঠনে ওআইসিভুক্ত ৫৭ দেশের সহযোগিতা চাওয়া হয়েছে। এ আর্মি ইসরাইলের আক্রমণ প্রতিরোধ ও প্রয়োজনে দখল করার সামর্থ্য রাখবে। ওআইসি’র সদস্যভুক্ত ৫৭টি দেশ থেকে সামরিক বাজেট হিসেবে প্রায় ১৭৪ বিলিয়ন মার্কিন ডলার তোলা হবে ।

এদিকে ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ৮০ লাখ ৪৯ হাজার ৩১৪ জন রয়েছে, সক্রিয় সেনা রয়েছে ১ লাখ ৬০ হাজার। এ ছাড়া বার্ষিক সামরিক বাজেট প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার। ইসরায়েলের শিন বেট জানিয়েছে, তুর্কী কোম্পানি সাদাতে এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। নিবন্ধে ইসরায়েলকে মোকাবেলায় এ সেনাসমাবেশ ঘটাতে চায় তুরস্ক।

এ নিবন্ধে আরও বলা হয়, ইসরায়েলকে পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ দিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা করেছে। এ নিবন্ধ প্রকাশিত হওয়ার পরই ওয়াশিংটনের ‘দ্য গ্লোবালিস্ট’ নামের একটি ওয়েবসাইটে তুরস্কের এ উদ্যোগের সমালোচনা করা হয়। শুধু তাই নয়, তুরস্কের এ উদ্যোগ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে এরদোগানের পরিকল্পনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়। এতে ক্রমশই স্পষ্ট হয়ে যায়, আর্মি অব ইসলামের কতোটা ভীতিতে আছে ইসরায়েল।

সূত্র: দ্য গ্লোবালিস্ট (ওয়াশিংটন)
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি