ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্সেনালের হারে হ্যাটট্রিক শিরোপা সিটির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ২১ মে ২০২৩ | আপডেট: ১০:৪৮, ২১ মে ২০২৩

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ১-০ গোলে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল আর্সেনাল। আর এর ফলে ৩ ম্যাচ বাকি থাকতেই হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটির।

নটিংহ্যামের বিপক্ষে ম্যাচটি ছিল গানারদের লিগে টিকে থাকার। তবে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে আর্সেনাল। আর প্রথমার্ধের বাকি সময়ে একাধিক সুযোগ পেয়েও হতাশা নিয়ে বিরতিতে যেতে হয় তাদের। 

দ্বিতীয়ার্ধেও ডজন খানেক সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে ফিনিশিংয়ের অভাবে আর ম্যাচে ফেরা হয়নি মিকি আর্থারের শিষ্যদের। 

এতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় ম্যানচেস্টার সিটির। সেইসঙ্গে প্রিমিয়ার গিলে অবনমনের হাত থেকে রেহাই পেল নটিংহ্যাম ফরেস্ট।

৩৫ ম্যাচে চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৮৫। আর দুই ম্যাচ বেশি খেলে আর্সেনালের পয়েন্ট ৮১। নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট সমান ৬৯। গোল ব্যবধানে এগিয়ে তিন নম্বরে নিউক্যাসল।

৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লিভারপুল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি