আর্সেনিক বিশেষজ্ঞ ডা. শিবতোষ রায়ের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৯:০৫, ২ জুলাই ২০১৯
প্রখ্যাত আর্সেনিক বিশেষজ্ঞ ও গবেষক ডা. শিবতোষ রায়ের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০১ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
ডা. শিবতোষ রায় ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন। ২০০১ সালে তিনি ঢাকা কমিউনিটি হাসপাতাল, অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের যৌথ গবেষণায় আর্সেনিক রোগী শনাক্তকরণে দেশের উত্তরাঞ্চলে যান। কাজ শেষে দিনাজপুর থেকে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। ঢাকা কমিউনিটি হাসপাতালে দেশের আর্সেনিক রোগীরা সীমিত পরিসরে যতটুকু চিকিৎসা সুবিধা পাচ্ছেন, তার পেছনে ডা. শিবতোষের অবদান অনস্বীকার্য।
ডা. শিবতোষ রায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বৈদ্যেরবাজার গ্রামে জন্মগ্রহণ করেন।
তার মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে প্রতি বছর নিজ বাসভবন ও মন্দিরে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া ঢাকা কমিউনিটি হাসপাতাল ও স্বজনরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসএ/