ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর অভিনয় নয়, আগ্রহ রাজনীতিতে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ৮ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:০৭, ৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

১৯৯৭ সালে ‌‘আমার ঘর আমার বেহেস্ত’ চলচ্চিত্রের মাধ্যমে জমকালো অভিষেক হয়েছিল নায়ক শাকিল খানের। প্রায় দেড় শতাধিক চলচ্চিত্রের এই নায়ক এখন অবশ্য ঢালিউড থেকে বেশ দূরে। কারণ হিসেবে সম্প্রতি বেশ কিছু অভিমানের কথা জানিয়েছেন তিনি।

সেই অভিমান থেকেই অভিনয়ে আর ফিরে আসার সম্ভাবনা দেখেন না তিনি। তবে রাজনীতিতে সক্রিয় থাকবার জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন শাকিল খান।

তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত আছি। তাই এখন দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। সে ভাবনা থেকেই রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হতে চাই।’

তবে ভবিষ্যতে ক্যামেরার পেছনের কাজ নিয়ে বরাবরই আগ্রহ রয়েছে তার। সময় সুযোগ মিলে গেলে হয়ত নির্মাতা হিসেবেও দেখা যেতে পারে তাকে - এমন আভাসও দিয়েছেন  গণমাধ্যমকে।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি