আ.লীগকে ৭৫ শতাংশ মানুষ সমর্থন করে জাতিসংঘের নামে জরিপ, যা জানা গেল
প্রকাশিত : ১৭:৪০, ১০ মার্চ ২০২৫ | আপডেট: ১৭:৪৩, ১০ মার্চ ২০২৫

সম্প্রতি ‘জাতিসংঘের এক জরিপ ২০২৫ তথ্যঅনুযায়ী বাংলাদেশে এখনো ৭৫% মানুষ আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ তবে জাতিসংঘের নামে ওই জরিপটি ভুয়া।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে ৭৫ শতাংশ মানুষ এখনও আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে- এমন তথ্য সম্বলিত কোনো জরিপ ২০২৫ সালে জাতিসংঘ কর্তৃক প্রকাশ করা হয়নি বরং পুরোনো ও ভিন্ন প্রসঙ্গের ভিডিওর মাধ্যমে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আল জাজিরার ইংরেজি সংস্করণের ইউটিউব চ্যানেলে ২০০৭ সালের ২৮ এপ্রিল ‘Over The World – Sheikh Hasina Wazed -27 Apr 07’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে।
ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, সে সময় স্যার ডেভিড ফ্রস্ট বাংলাদেশের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেন৷ অর্থাৎ, উক্ত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়৷
জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো জরিপ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি৷ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটভূমি বিবেচনায় বলা যায়, এ ধরণের কোনো জরিপ জাতিসংঘ কর্তৃক করা হলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হতো৷
সুতরাং, জাতিসংঘের ২০২৫ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ এখনও আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার দাবিটি ভুয়া ও বানোয়াট।
এএইচ
আরও পড়ুন