ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

আ.লীগের সাবেক মন্ত্রীদের বৈঠকে ডাকার কারণ জানাল কমিশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ২৬ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১২:২০, ২৬ জানুয়ারি ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা মহলে সমালোচনা হচ্ছে। 

তবে কমিশনের প্রধান কামাল আহমেদের দাবি, তাদের টেলিভিশনের লাইসেন্স হোল্ডার হিসেবে ডাকা হয়েছে অভিযোগের বিষয়ে বক্তব্য শোনার জন্য। 

গত ২২ জানুয়ারি গণমাধ্যম সংস্কার কমিশন থেকে সভার নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে বলা হয়, কমিশনের একটি মতবিনিময় সভা আগামী সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধিদের সঙ্গে তথ্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সভায় উপস্থিত থাকার বিষয়ে বিভিন্ন টেলিভিশনের মালিকসহ মোট ৪৭ জনের তালিকা রয়েছে। এর মধ্যে রয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সের (অ্যাটকো) সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বিজয় টিভির ব্যবস্থাপনা পরিচালক মহিবুল হাসান চৌধুরী ও মোহনা টিভির চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার।

এ বিষয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ গণমাধ্যমকে বলেন, তারা হচ্ছেন টেলিভিশনের লাইসেন্স হোল্ডার। তাদের নামেই সরকার লাইসেন্সগুলো দিয়েছে। যারা লাইসেন্সের মালিক তাদের ডাকা হয়েছে। এদের কারো লাইসেন্স বাতিল হয়নি।

তিনি আরও বলেন, সরকার এদের মালিকানাধীন কোনো চ্যানেলকে বন্ধও করেনি। সুতরাং লাইসেন্স গ্রাহককে ডাকা হয়েছে। তাদের যে ভূমিকা, তাদের বিরুদ্ধে নানারকম যে অভিযোগ, সেই অভিযোগগুলো সম্পর্কে তাদের বক্তব্য শোনার জন্য ডাকা হয়েছে। 

এখানে কোনো সাংবাদিক নেতাকে ডাকা হয়নি বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি