ঢাকা, রবিবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৫

‘আ’লীগ আমলের ‘গায়েবি’ মামলা প্রত্যাহার করা হচ্ছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমত দমনে করা ‘গায়েবি’ মামলা চিহ্নিত করে শিগগিরেই তা প্রত্যাহারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

গত ৬ মাসে আইন মন্ত্রণালয়ের কাজের খতিয়ান তুলে ধরে তিনি আরো জানান, ৩৬ ধরনের ডকুমেন্ট আইন মন্ত্রণালয় সত্যয়ন করত। ম্যানুয়ালি এ কাজ সম্পাদনের ফলে জনসাধারণকে অনেক হয়রানি পোহাতে হয়েছে। তা নিরসনে এ কার্যক্রম সম্পূর্ণরূপে গত ১৩ ডিসেম্বর থেকে অনলাইন হচ্ছে। এতে জনগণের অর্থ ও সময়ের সাশ্রয় হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমত দমনে করা ‘গায়েবি’ মামলা চিহ্নিত করা হয়েছে। মামলাগুলো প্রত্যাহারে উদ্যোগ নেওয়া হয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে। এ সময়ে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে শক্তিশালী ও যুগোপযোগী করতে সরকার সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ছয় মাসে আইন মন্ত্রণালয়ের কাজের হিসাব দেওয়ার সময় এসব কথা বলেন আইন উপদেষ্টা। 

আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। এটি নিয়ে জাতীয় ঐকমত্য রয়েছে। পৃথক সচিবালয়ে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠায় আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে।

তিনি আরও বলেন, বিবাহ সম্পাদনে আরোপিত একটি কর ছিল। আইন মন্ত্রণালয় এই অযৌক্তিক কর আরোপ বাতিল করেছে। সাইবার আইন প্রত্যাহার কিংবা সংশোধন নিয়ে কাজ চলমান। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের মতামত রয়েছে। বিষয়টি নিয়ে ডিটেইল চিন্তা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে ওই আইনে যে মামলাগুলো করা হয়েছে, তা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, অনেক ক্ষেত্রে দলীয় বিবেচনায় অযোগ্য লোকদের বিচারপতি নিয়োগ দেওয়া হতো। যোগ্য বিচারক নিয়োগের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষের সুবিচার পাওয়ার নিশ্চয়তা নিহিত। অভিজ্ঞ দলনিরপেক্ষ প্রকৃত যোগ্য ব্যক্তিরা যেন বিচারক হিসেবে নিয়োগ পান, এ চাহিদা ও দাবি ছিল দীর্ঘদিনের। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ অংশীজন ও বিশেষজ্ঞের মতামত নিয়ে সংশোধন করা হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি