ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আ.লীগ নেতা ফিরোজার রহমানের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ২৩ সেপ্টেম্বর ২০১৯

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফিরোজার রহমানের (ফিরোজ মাস্টার) ২২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন।

প্রয়াত এ আওয়ামী লীগ নেতা ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও ফরিদপুর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিলটুলি জামে মসজিদে আজ বাদ আসর কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া ফরিদপুর মুসলিম মিশন এবং বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলেও কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে তার রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি