ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলু রফতানিতে ধস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ৬ মে ২০১৭ | আপডেট: ০৯:৩৭, ৬ মে ২০১৭

Ekushey Television Ltd.

আলুর দাম নেই। তাই মাঠের আলু মাঠেই যাচ্ছে পচে-গলে। উত্তরাঞ্চলের অন্তত ৬ জেলার কৃষকদের এমন বেহাল অবস্থা চলতি মৌসুমে। আলু চাষীদের দুর্গতি নিয়ে শঙ্কিত কৃষি দফতরও। তারা বলছে, আলু রফতানিতে ধস নামায় প্রান্তিক চাষীদের এ অর্থনৈতিক ধকল।  
বৃহত্তর রংপুরে যেসব হিমাগার রয়েছে তাতে অনেকেই এবার আলু সংরক্ষণ করছেন না। কারণ আলু সংরক্ষণে যা খরচ পড়ছে, আর বাজারে যে টাকায় তা বিক্রি হচ্ছে তার মধ্যে এবার বিস্তর ফারাক। চাহিদামতো দাম না পাওয়ায়, হিমাগারের বদলে খোলা জায়গা ঘিরে আলু রাখার চেষ্টা করছেন উত্তরের কৃষক।
ক্ষেত থেকে হিমাগার হয়ে পাইকারি বাজারে বিক্রি পর্যন্ত যা দাম পাচ্ছেন তাতে সারের মূল্য কিংবা চাষের খরচই তুলতে পারছেন না। অনেক এলাকায় তাই মাঠের আলু মাঠেই পড়ে নষ্ট হচ্ছে। আগে কখনও আলু নিয়ে এমন বেগতিক অবস্থার মুখোমুখি হননি উত্তরাঞ্চলের চাষীরা।
এসব নিয়ে ক্ষুব্ধ আলু রফতানিকারকেরাও।
কৃষকের ভাগ্য বদলাতে অবিলম্বে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন চাষী ও ব্যবসায়ীরা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি