ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলেপ্পোর বাসবহর হামলায় অন্তত ৬০ জন শিশু নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ১৮ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

আলেপ্পোর বাসবহর হামলায় অন্তত ৬০ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

শিশু মৃত্যুর এ ঘটনায় নিন্দা জানিয়েছে সংস্থাটি। সিরিয়ায় সম্প্রতি নারী ও শিশুরা এসব হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছে তারা। এ বিষয়ে সরকারের সহযোগিতাও চেয়েছে ইউনিসেফ। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর ফৌয়া থেকে অবরুদ্ধ বাসিন্দাদের বহন করা বাসে হামলায় শতাধিক প্রাণহানি হয়। এর আগে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা অর্ধশতাধিক শিশু মৃত্যুর কথা দাবি করে। তবে এই হামলার ঘটনায় সরকার ও বিদ্রোহীদের চুক্তির বিষয়টি ঝুঁকির মুখে পড়বে বলে ধারনা করছে সংস্থাটি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি