ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আলোচনা ভাল হয়েছে : ড.কামাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ১ নভেম্বর ২০১৮ | আপডেট: ২৩:৩২, ১ নভেম্বর ২০১৮

ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন বলেছেন, আলোচনা ভালো হয়েছে। তবে এ বিষয়ে আর  কোন ও মন্তব্য করতে রাজি নয় তিনি।

আজ বৃহস্পতিবার দীর্ঘ সাড়ে তিন ঘন্টা সংলাপ শেষ তিনি এমন্তব্য করেন। গণভবনে ৭টায় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রতিনিধিদের সংলাপ শুরু হয়। রাত ১০টা ৩৫ মিনিটে সংলাপ শেষ হয়।

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জগলুল আফ্রিক বলেছেন, সাত দফা মানা হয়নি। মিথ্যা মামলার তালিকা দিতে বলা হয়েছে, তারা দেখবেন।

এবিষয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আলোচনা অনেক ভাল হয়েছে। আলোচনা অব্যাহত থাকবে। খোলামেলা আলোচনা হয়েছে। এদিকে বিএনপির সহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনায় সন্তুষ্ট হতে পারেনি তারা।

রাত বাড়ায় ৯টা ২০ এর দিকে প্রধানমন্ত্রীর আহ্বানে নৈশভোজে উভয়পক্ষের সব নেতা অংশ নেন। উভয়পক্ষের নেতাদের আসনের সামনেই তাদের পছন্দ অনুযায়ী খাবার পরিবেশন করা হয়। খাবার খেতে খেতেই তারা নিজেদের মধ্যে কথা বরতে থাকেন। তবে রাত ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে আবারও আলোচনা শুরু হয়ে তা পরবর্তী আধাঘণ্টা স্থায়ী হয়।

 টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি