ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলোর মুখ দেখছে ‘শনিবার বিকেল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ৫ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বহু আলোচিত ছবি ‘শনিবার বিকেল’। বাংলাদেশের সেন্সর বোর্ডে আটকে গিয়েছিল ছবিটি। অনেক জল্পনা-কল্পনা শেষে শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে ছবিটি, তবে দেশে নয়, যুক্তরাষ্ট্র ও কানাডায়।

আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’। ইতোমধ্যে আমেরিকা-কানাডায় ছবিটির পোস্টার সাড়া ফেলেছে। বেশকিছু আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে ফারুকীর এই ছবি। 

শনিবার কয়েকটি ছবি পোস্ট করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারুকী। ওই ছবিগুলোতে দেখা গেছে, বিভিন্ন দোকানের দরজায়, দেয়ালে ও প্রেক্ষাগৃহের সামনে ‘শনিবার বিকেল’র পোস্টার টানানো হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি