ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আলো ফিরে পেয়েছেন শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৬, ২৫ জানুয়ারি ২০২২ | আপডেট: ০৯:২০, ২৫ জানুয়ারি ২০২২

শাবিপ্রবি উপাচার্যের বাসভবন

শাবিপ্রবি উপাচার্যের বাসভবন

প্রায় ২৯ ঘণ্টা বিদ্যুৎ ছাড়া নিজ বাসভবনে থাকার পর আলো ফিরে পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে পুনরায় উপাচার্যের বাসভবনের বিদ্যুতের লাইন সংযোগ দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

আন্দোলনের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ বলেন, উপাচার্যের বাসভবনের সাথে বিশ্ববিদ্যালয়ের ২৫ থেকে ৩০ জন কর্মচারীর বাসার বিদ্যুৎতের সংযোগ রয়েছে। তাদের অনেকে অসুস্থ বলে জানিয়েছেন কর্মচারী সমিতির সভাপতি। তাদের কথা বিবেচনা করেই আমরা পুনরায় বিদ্যুতের সংযোগ দিয়েছি।

উল্লেখ্য, এর আগে গত রবিবার রাত ৭টা ২০ মিনিটে উপাচার্যের বাসার বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর থেকে অন্ধকারে ছিলেন উপাচার্য।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি