ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আল্লাহকে হাজির-নাজির রেখে বলছি নির্বাচনে আমরাই জিতবো : এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:০৫, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে এমন আশা ব্যক্ত করে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, সাম্প্রতিককালে দেশে যেসব নির্বাচন হয়েছে আগামী  নির্বাচন সেগুলোর চেয়েও ভালো হবে। সারাবিশ্ব চোখ রাখছে, আগামী নির্বাচন কিছুটা হলেও সুষ্ঠু হবে। তিনি বলেন, `যদি সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহকে হাজির-নাজির রেখে বলছি— আমরাই জিতবো।

আগামী ২৪ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ ঘিরে সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে এক প্রতিনিধি সভায় তিনি এ দাবি করেন।

এরশাদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করেছেন। তাহলে ৪০ লাখ মানুষ বস্তিতে কেন? গ্রামে খাবার, কাজ নেই কেন?

৭ মার্চ সোহরাওয়ার্দী ময়দানে মিছিলে যৌন হয়রানির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ৭ মার্চ নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছে তাতে সারাবিশ্ব ছিঃ ছিঃ করছে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে!

ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি