আল-আরাফাহ ব্যাংকের ১৫২তম শাখা আনোয়ারায়
প্রকাশিত : ২১:৩৭, ১০ ডিসেম্বর ২০১৭
বন্দরনগরী চট্টগ্রামের আনোয়ারায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৫২তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ) প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু।
এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, পরিচালক মো. লিয়াকত আলী চৌধুরী এবং উপস্থিত ছিলেন পরিচালক আহামেদুল হক। ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাতরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন হীরু, বটতলী ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ১ নং বৈরাগী ইউনিয়নের চেয়ারম্যান মো. সোলায়মান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস. এম. আলমগীর চৌধুরী এবং আনোয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসিম কুমার দেব। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ।
অনুষ্ঠানে এআইবিএল চট্টগ্রাম জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমসহ জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
এসএইচ/
আরও পড়ুন