ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

আল কায়েদার সঙ্গে পৃথক হওয়ার ঘোষণা দিয়েছে নুসরা ফ্রন্ট

প্রকাশিত : ১০:২১, ২৯ জুলাই ২০১৬ | আপডেট: ১০:২১, ২৯ জুলাই ২০১৬

জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সঙ্গে পৃথক হওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়ার অন্যতম শক্তিশালী ইসলামী বিদ্রোহী দল নুসরা ফ্রন্ট। ফ্রন্টের নেতা আবু মোহাম্মদ আল জুলানি এক ভিডিও বার্তায় এ তথ্য জানান। দলের নাম পরিবর্তন করে এখন জাভাত ফাতেহ আল-শাম রাখা হয়েছে। আল জুলানি বলেন, দু’দলের সংযোগের বিষয়টির জন্য পশ্চিমা শক্তিগুলো সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে। তাই আল কায়েদার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করেছে দলটি। তবে এ ঘোষণার পরও নুসরা ফ্রন্ট সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রন্টের নতুন পরিচিতি তৈরি এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি কৌশল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি