আশার আলোর দেখছে রেলওয়ে (ভিডিও)
প্রকাশিত : ১৩:১৪, ১ জুলাই ২০২১
করোনা মহামারিতে অন্য সব খাতের মতো রেলের আয়েও নেতিবাচক প্রভাব পড়েছে। যাত্রী পরিবহন কমে যাওয়ায় এই খাত থেকে আয় কমেছে প্রায় এক-তৃতীয়াংশ। কিন্তু পণ্য পরিবহন বেড়ে যাওয়ায় আশার আলোর দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ।
২০১৮-১৯ অর্থবছরের তুলনায় রেলের আয় কমেছে ৩৮৯ কোটি ৭৭ লাখ টাকা। সদ্য শেষ হওয়া অর্থবছরে আয় আরও কমতে পারে। তবে রেলওয়ের পূর্বাঞ্চলে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক কনটেইনার পরিবহন বেড়ে যাওয়ায় ঘাটতি কিছুটা পূরণ করা যাচ্ছে। এ অবস্থায় কনটেইনার পরিবহন বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক এস এম মুরাদ হোসেন বলেন, পণ্য পরিবহনেই আসলে লাভ হয় বেশি। সেজন্য আমরা পণ্য পরিবহনের দিকেই আপাতত জোড় দিয়েছি। এটা যদি আরও বৃদ্ধি করতে পারে তাহলে আয় অটোমেটিকভাবে বৃদ্ধি পাবে।
অর্থনীতিবিদরা বলছেন, পণ্যবাহী ট্রেন চলাচল আরও বাড়ানো হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমে আসবে। রেলের আয়ও বাড়বে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন বলেন, যেগুলো বিশেষ করে পচনশীল, এই পণ্যগুলো যদি রেলওয়ে দিয়ে পরিবহন করা যায় তাতে প্রত্যক্ষভাবে রেলওয়ের লাভ হবে। পরোক্ষভাবে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই এগিয়ে যাবে।
পণ্য পরিবহনের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে রেলওয়ে। বলছেন সংশ্লিষ্টরা।
ভিডিও-
এএইচ/