ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

আশা করছি এক মাসের মধ্যেই মাঠে নামবো: দেশে ফিরে সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ১৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:০৯, ১৪ অক্টোবর ২০১৮

সব উদ্বেগ-উৎকণ্ঠাকে পেছনে ফেলে আশা নিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ব্যথা না থাকলে আগামী এক মাসের মধ্যেই মাঠে নামার আশা তার।
আজ রোববার বাংলাদেশ সময় বেলা ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে মেলবোর্ন-সিঙ্গাপুর হয়ে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি।
উল্লেখ্য, হাতের আঙুলের পুরনো ব্যথার তীব্রতা বাড়ায় এবং আঙুলের পুঁজ জমে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে তড়িঘড়ি করেই এশিয়া কাপ শেষ না করে দেশে ফেরেন সাকিব। এরপর গত ৫ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে যান তিনি। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সপ্তাহখানেক হাসপাতালে কাটানোর পর অবশেষে দেশে ফিরলেন সাকিব।
যদিও সেখানের বিশেষজ্ঞরা জানিয়েছেন, আঙুলের ইনফেকশন অনেকটাই ভালোর দিকে। সহসাই আর কোনো সমস্যা না হলে মাস তিনেকের মধ্যেই পরীক্ষামূলকভাবে মাঠে নামতে পারবেন তিনি। তখন তার খেলার সময় ব্যথা অনুভূত না হলে অপারেশন ছাড়াই খেলতে পারবেন সাকিব।

দেশে ফিরে সাকিব আল হাসান বলেন, ইনফেকশন সেরে উঠছে। আশা করছি এক মাসের মধ্যেই মাঠে নামতে পারবো।    
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি