ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আশা হারাচ্ছেন না ম্যারাডোনা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ১৭ জুন ২০১৮ | আপডেট: ১৮:২৫, ১৭ জুন ২০১৮

আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের মহানায়ক দিয়েগো ম্যারাডোনাও অন্য আর্জেন্টাইন সমর্থকদের মতো খেলা দেখার জন্য ছুটে গিয়েছিলেন রাশিয়া। স্পার্তাক মস্কোর ভিআইপি বক্সে বসে মেসি-আগুয়েরোদের গোলে আনন্দ প্রকাশ করেছেন, গোল খাওয়া এবং পেনাল্টি মিসের পর হতাশায়ও ভেঙে পড়েছেন তিনি।   

শেষ পর্যন্ত ম্যারাডোনার উত্তরসূরিরা তাকে খুশি করতে পারেননি। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপে নবাগত আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবুও যেন আশা হারাচ্ছেন না আর্জেন্টাইনদের ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। নিজের খেলা বিশ্বকাপগুলো থেকেই খুঁজে আনছেন অনুপ্রেরণা।

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ড্র নিয়ে ম্যারাডনা বলেন, ‘১৯৯০ সালে আমি বিশ্বকাপ শুরু করেছিলাম প্রথম ম্যাচ হেরে, ড্র করে নয়। ওটা ছিল ইতালিতে, ১৯৯০ বিশ্বকাপে এবং সব ইঞ্জুরি, সমস্যা সত্ত্বেও শেষ পর্যন্ত আমরা ফাইনালে গিয়েছিলাম। গয়চো এবং সবার উৎসর্গকে ধন্যবাদ। এবারো সাহস দিয়ে চালিয়ে যেতে হবে। এগিয়ে যাও আর্জেন্টিনা!’

ম্যারাডোনার আশীর্বাণী নিয়ে মেসিরা কতোদূর যেতে পারে এখন সেটাই দেখার বিষয়!

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি