ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

আশুলিয়ায় পোশাক শ্রমিককে শ্লীলতাহানির অভিযোগে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ২৩ জুলাই ২০১৮

ঢাকার অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এঘটনায় কারখানার অন্যান্য শ্রমিকরা কাজ বন্ধ করে আন্দোলন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। রোববার বিকেলে আশুলিয়ার শিমুলতলা এলাকায় এফবি এক্সিলেন্ট ফ্যাশন কোং লিমিটেড কারখানায় এ শ্লীলতাহানির ঘটনা ঘটে।

অভিযোগ থেকে জানা যায়, আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় ভাড়া বাসায় থেকে এফবি এক্সিলেন্ট ফ্যাশন কোং লিমিটেড কারখানায় সুইং সহকারী অপারেটর হিসেবে কাজ করতেন ওই নারী।

আশুলিয়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, পোশাক শ্রমিককে শ্লীলতাহানির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবাব। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি