আশুলিয়ায় হামীম-শারমিন গ্রুপসহ ২২ কারখানা বন্ধ ঘোষণা
প্রকাশিত : ১৩:০৭, ১১ সেপ্টেম্বর ২০২৪
আজ বুধবার সকাল থেকেই সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে হামীম, শারমিন গ্রুপসহ ২২টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে চলমান যৌথ বাহিনীর অভিযানে নাশকতাকারী সন্দেহে ১ জনকে আটক করা হয়েছে।
বুধবার সকালে এ তথ্য জানায় পুলিশ।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানাগুলো হলো- ভারচুয়াল বটয়ম, মন্ডল নিটওয়্যারস লিমিটেড, সিগমা ফ্যাশনস লিমিটেড, হা-মীম গ্রুপ, ক্রসওয়্যার ইন্ডান্ট্রিজ লিমিডেট, জিন্স প্রোডিউসার লিমিটেড, অরুনিমা গ্রুপের অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেড এবং ডিএমসি অ্যাপারেলস লিমিটেড, এস এম নিটওয়্যারস লিমিটেড, আগামী অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড।
গেল কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের আন্দোলনের কারণে অস্থিরতা দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের তৎপরতায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে।
শিল্প পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষের জেরে যেসব কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল সেসব কারখানা আজ উৎপাদনে ফিরেছে। তবে নতুন করে হামীম, শারমিন গ্রুপসহ ২২টি কারখানা কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছে।
এদিকে, শিল্পাঞ্চলে যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা। শিল্পাঞ্চল সচল রাখতে তাদের টহল অব্যাহত রয়েছে।
এএইচ
আরও পড়ুন