ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

আসছে গ্যালাক্সি নোট-৮!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৩:৫৭, ২৭ জুন ২০১৭

আগস্টের দ্বিতীয় সপ্তাহে গ্যালাক্সি নোটের পরবর্তী সংস্করণ গ্যালাক্সি নোট-৮ বাজারে অবমুক্ত করার পরিকল্পনা করেছে বিশ্বের বৃহৎ মোবাইল ফোন প্রস্তুতকারী কোম্পানি স্যামসাং। এ উপলক্ষে নিউইয়র্ক সিটিতে একটি অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চলছে।

সংশ্লিস্ট একজনের বরাতে এ খবর দিয়েছে রয়টার্স। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার কোনো অনুমতি না থাকায় তথ্যদাতা নিজের নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

তিনি রয়টার্সকে বলেন, গ্যালাক্সি নোট-৮-এ একটি বাঁকা পর্দা থাকবে যা আকারে গ্যালাক্সি এস-৮ স্মার্টফোনটির ৬.২ ইঞ্চি পর্দার তুলনায় সামান্য বড় এবং এর পিছন দিকে থাকছে দুটি ক্যামেরা।

তবে স্যামসাং ইলেকট্রনিকসের মুখপাত্র অবশ্য এসব তথ্য প্রত্যাখ্যান করেছেন। গ্যালাক্সি নোট-৭ এর মারাত্মক সংকটে পড়ার পরও স্যামসাং তাদের প্রিমিয়াম নোট সিরিজটিকে অব্যাহত রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে। ব্যাটারিতে আগুন ধরার সমস্যার কারণে অক্টোবরে বাজারে আসার দুই মাসের মধ্যেই স্যামসাং তাদের গ্যালাক্সি নোট-৭ ফোনটিকে সরিয়ে নিতে বাধ্য হয়। এই ঘটনাটিকে প্রযুক্তি শিল্পের ইতিহাসে পণ্যের নিরাপত্তাজনিত সবচেয়ে বড় একটি দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। এর ফলে কোম্পানিটির ৬.১ ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়। তবে এ দুর্ঘটনার ফলে কোম্পানিটির তাদের এতদিনের অর্জিত গ্রাহক বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি