ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

আসন্ন বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়বে বলে আশ্বাস শিক্ষামন্ত্রীর

প্রকাশিত : ১৮:৫৮, ২৯ মে ২০১৬ | আপডেট: ১৮:৫৮, ২৯ মে ২০১৬

আসন্ন বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়বে বলে আশ্বাস প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একইসাথে আগামী প্রজন্মের জন্য বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা দরকার বলেও মত দেন । দুপুরে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষার বিনিয়োগ : প্রাকবাজেট ভাবনা শিরোনামে গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ব্র্যাক এবং ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি দরকার শিক্ষকদের মানসিক পরিবর্তন। নোটবই আর কোচিং সেন্টার বাণিজ্যের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে দরকার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি