ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

প্রকাশিত : ১৮:২৮, ২০ জুন ২০১৬ | আপডেট: ১৮:২৮, ২০ জুন ২০১৬

চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের এ আদেশ দেন। সীতাকুন্ডের দক্ষিণ ভাটিয়ারি এলাকার ফৌজদারহাটের একটি প্রতিষ্ঠানের নাম দিয়ে আসলাম চৌধুরী বিভিন্ন সময়ে পূবালী ব্যাংক সিডিএ কর্পোরেট শাখা থেকে ৩৬ কোটি ৮ লাখ টাকা ঋণ নেন।  ঋনের টাকা পরিশোধে যমুনা ব্যাংকের চেক প্রদান করেন। কিন্তু পর্যাপ্ত টাকা না থাকায় চেক গুলো বাতিল হয়। এর প্রেক্ষিতে প্রতারনার অভিযোগ এনে তার বিরুদ্ধে ৮টি মামলা দায়ের হয়। এসব মামলায় আসলাম চৌধুরীর জামিন আবেদন না থাকায়,  আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি