ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আসুসের অষ্টম প্রজন্মের কোরআই-৩ নোটবুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ১৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

অষ্টম প্রজন্মের কোরআই-৩ প্রসেসরযুক্ত নতুন নোটবুক এনেছে আসুস। বাংলাদেশে আসুসের পরিবেশক গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নোটবুকটি বাজারজাত করছে।

তাইওয়ান ভিত্তিক আসুসের অষ্টম প্রজন্মের এই ল্যাপটপটি বিনোদন সহ অফিসিয়াল ডিজাইনিং, ভিডিও এডিটিং এর মত কাজ করার জন্য বিশেষভাবে তৈরি। দেখতে আকর্ষণীয় এই ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইডি ডিসপ্লে। ফলে স্বচ্ছ ও প্রাণবন্ত লাগবে যে কোন ভিডিও। এছাড়াও এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল অষ্টম প্রজন্মের কোরআই-৩ প্রসেসর, ৪জিবি ডিডিআর৪ র‍্যাম এবং সাথে আরও থাকছে ১টিবি পর্যন্ত স্টোরেজ এর সুবিধা। ল্যাপটপটিতে রয়েছে এইচডিএমআই ১.৪, এনভিডিয়া জির্ফোস এমএক্স১১০, ২জিবি ডিডিআর৫ গ্রাফিক্স যা দিবে চমৎকার ভিডিও অভিজ্ঞতা। 

আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, সুপারমাল্টি ডিভিডি, ওয়েব ক্যামেরা ও মাল্টি-ফরমেট কার্ড রিডার। নানান ফিচার সমৃদ্ধ এই ল্যাপটপটির ওজন প্রায় ১.৯ কেজি। উইন্ডোজ১০ হোম সম্পন্ন এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার টাকা।

দুই বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি